More

    বিড়াল মাছ খাওয়ায় বরিশালে মারামারি, কারাগারে ৩

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ প্রতিবেশীর বিড়াল বাসায় ঢুকে ইলিশ মাছ খেয়ে ফেলায় বরিশালে ৩ জনকে কুপিয়ে জখম করেছেন এক গৃহবধূ। ঘটনায় তিনজনের নামে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্তদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

    গত ৩১ ডিসেম্বর দুপুরে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের রাজিয়া ম্যানশনে ভাড়াটিয়া পুলিশের নায়েক আব্দুর রহমানের পরিবারের সঙ্গে একই বাসার ভাড়াটিয়া হামিদুর রহমানের পরিবারের মধ্যে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, পুলিশের নায়েক আব্দুর রহমানের ঘরে পালিত একটি বিড়াল হামিদুর রহমানের বাসায় ঢুকে আস্ত একটি ইলিশ মাছ খেয়ে ফেলে। এ নিয়ে হামিদুরের স্ত্রী তাইয়্যেবা নালিশ দিতে আসেন বিড়াল মালিক আব্দুর রহমানের স্ত্রী হেলেনা বেগমের কাছে। এ নিয়ে কথা বলার একপর্যায়ে দুই পক্ষ তর্কে জড়ায়। এসময় হঠাৎ তাইয়্যেবা আক্তার ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করেন পুলিশ সদস্যের দুই ছেলে আল-আমিন, আরাফাত এবং তার বন্ধু মুন্নাকে।

    পরে আহতদের উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

    বিড়ালের মালিক হেলেনা বেগমের দাবি, বিড়াল ইলিশ মাছ খেয়ে ফেলেছে, এমন অভিযোগ শুনে ইলিশ মাছ কিনে দেবার কথা বলেন তিনি। এরপরও তার সন্তানদের কুপিয়ে আহত করা হয়েছে।

    তবে অভিযোগ অস্বীকার করে তাইয়্যেবা জানান, কুপিয়ে জখম নয়, উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে বটির আঘাতে তিনজনের হাত কেটে যায়।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল হক বলেন, এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা করেছেন বিড়ালের মালিক হেলেনা বেগম। পরে পুলিশ অভিযুক্ত হামিদুর রহমান, তার স্ত্রী তাইয়্যেবা আক্তার এবং তাদের বড় বোন রেশমা বেগমকে গ্রেফতার করে, তাদের কারাগারে পাঠান আদালত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বিএনপির সবুজ সংকেত পেলেন যারা……

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। দলটির পক্ষ থেকে...