More

    ঢাকা বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালের গৌরনদীতে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত হয়েছে।

    বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই স্থানীয়রা বাসটির চালক ও সহকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

    নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী ইয়াদ উদ্দিন কামাল (৩৫) মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে। তবে অপরজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তিনি ওই মোটরসাইকেলের চালক বয়স আনুমানিক ৩০ বছর।

    অন্যদিকে, আটক ব্যক্তিরা হলেন বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি (৩৫) ও তার সহকারী বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে রবিন হাওলাদারের (২৩)।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা এ তথ্য নিশ্চিত করে বলেন, গৌরনদী থেকে মুলাদীগামী মোটরসাইকেলের সাথে ঢাকাগামী একটি বাসের (সাকুরা পরিবহন) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত...