আগৈলঝাড়া প্রতিনিধিঃ দেশে অনেক প্রধানমন্ত্রী পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবতার মা শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আর পাবেন না। তাকে আবার প্রধানমন্ত্রী বানাবার জন্য আগামী ৭ জানুয়ারী আপনারা সকালে নৌকা মার্কায় ভোট দিবেন। আপনারা আমাকে বারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি চিফহুইপ হয়েছি মন্ত্রীর পদমর্যাদা পেয়েছি।
আপনারা আমাকে নির্বাচিত করার কারনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, আর আমি রামানন্দের আঁক রাজিহার আগৈলঝাড়ায়সহ দক্ষিনাঞ্চলের ব্যাপক উন্নয়ন করতে পেরেছি। আপনারা আবার আগামী ৭ জানুয়ারী আপনাদের আত্মীয়স্বজনদের নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন। আপনাদের মনে আছে ২০০১ সালে বিএনপি—জামায়াত জোট সরকারের আমলে এই অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্মম নির্যাতন হয়েছিলো তা আজ স্মরণ করিয়ে দিতে চাই। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দক্ষিণাঞ্চলের শুধু উন্নয়ন হয়।
এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন। বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার সমর্থনে রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হরে কৃষ্ণ হালদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল—১ আসনের নৌকা মার্কর্ার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ্ এসব কথা বলেন ।
এসময় সভায় আরও বক্তব্য রাখেন, জেল আওয়ামী লীগ নির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ,
সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ শিকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক আনিচ সেরনিয়াবাত প্রমুখ।