মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি: বরিশাল জেলার গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত ২০২৪-২৫ সালের কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারী শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয় নবর্বিাচিত কমিটির ৯ সদস্য’র কমিটির শপথ গ্রহণ করেন।
নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার ও গৌরনদী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক লুৎফর রহমান দীপ।
শপথ গ্রহণকরেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক মোল্লা ফারুক হাসান, সহ-সভাপতি আতাউর রহমান চঞ্চল, সহ-সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, কোষাধক্ষ্য আবদুছ ছালেক মামুন, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ সরদার, প্রচার সম্পাদক মোঃ সৌরভ হোসেন, নির্বাহী সদস্য এইচএম মহাসিন, কাজী রনি।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বজরুজ্জামান খান সবুজ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ সরকার বিপ্লব, প্রেসক্লাবের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় পাল, গৌরনদী উপজেলা সাংবাদিক নির্যাতন কমিটির সাধারন সম্পাদক তারেক
মাহাম্মুদ আলী, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন লিটন,গৌরনদী উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ লিটন খান, যুগ্ন সাধারন সম্পাদক ফারহান হোসেন নান্নু, সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান শাওন, দপ্তর সম্পাদক ইয়াদুল ইসলাম,
সদস্য মোঃ বেল্লাল হোসেন, নাসির হোসেন প্রমুখ। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদী কেন্দ্রীয় সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মোঃ মহিউদ্দিন খান।