More

    ভোটারদের টাকা দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা আটক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণের সময় মঞ্জুর মোর্শেদ নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
    শনিবার (০৬ জানুয়ারি) রাতে নগরীর জিয়া সড়কের মদিনা মসজিদ এলাকা থেকে ১৭ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। মঞ্জুর মোর্শেদ নগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং নগরীর কাজীপাড়া প্রথম গলির বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই আসনে প্রার্থিতা হারানো বরিশাল সিটির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ’র অনুসারী।

    এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন। দ্বৈত নাগরিকত্বের কারণে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল হলে রিপনকে সমর্থন দেন সাদিক।

    মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম সাংবাদিকদের বলেন, ‘২ জানুয়ারির পর থেকে মঞ্জু এলাকায় ভোটারদের টাকা বিতরণ করে আসছিলেন। বিষয়টি জানার পর তাকে নজরদারিতে রাখা হয়। শনিবার রাতে জিয়া সড়ক এলাকায় ভোটারদের টাকা বিতরণ করছিলেন।

    বিষয়টি জানার পর নৌকার প্রার্থীর সমর্থকরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি তালিকা পাওয়া যায়। সেই তালিকা অনুযায়ী প্রায় এক লাখ টাকা ভোটারদের মাঝে বিতরণ করেছেন।’

    কোতয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি/তদন্ত) আমান উল্লাহ আল বারী বলেন, ‘মঞ্জুকে ১৭ হাজার টাকাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারকের কাছে ভোটারদের মাঝে টাকা বিতরণের কথা স্বীকার করেছেন মঞ্জু। এরপর তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে সরকারি ইজারা পয়েন্টে বালু কাটতে পারছেন না, ইজারদার শহিদ

    বরিশাল জেলা প্রশাসকের কালেক্টর অফিস থেকে বানারীপাড়া সন্ধ্যা নদীর নবগ্রাম মৌজার জেল ৪৮, খতিয়ান : ১ দাগ নং ২০৮...