More

    শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোট প্রদান আওয়ামীলীগের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ বিজয়ীর পথে

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশাল—১ আসনে কোন রকম বিশৃংখলা ছাড়াই জনগনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগৈলঝাড়া উপজেলায় শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
    এখানে তিন জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বিজয়ীর পথে রয়েছেন।

    আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল—১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট সেরনিয়াবাত ছেকেন্দার আলী ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত আম মার্কার প্রার্থী মো. তুহিনসহ তিন জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

    ভোট কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মাঠে ছিল গোয়েন্দা সংস্থার লোকজন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন। সাধারণ ভোটাররা তীব্র শীত উপেক্ষা করে সকাল ৮টার আগেই ভোট কেন্দ্রে প্রবেশ করে দাড়িয়ে ছিল দীর্ঘ লাইনে। কিন্তু অনেক ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিলো ।

    সূত্র মতে, গৌরনদী—আগেলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল—১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩ জন। এর মধ্যে আগৈলঝাড়ায় উপজেলায় ১,৩১,৮৫২জন এবং গৌরনদী উপজেলায় ভোটার রয়েছে ১,৭২,৪৫১জন। দুপুর ৩টা পর্যন্ত বেসরকারী হিসেবে ভোট প্রদানের হার ৪৫.৫ ভাগ।

    সেরাল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অংকন কুমার বাড়ৈ জানান, সকাল ৮টায় সর্ব প্রথম নিজের ভোটাধিকার প্রদান করেন বরিশাল—১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। ওই কেন্দ্রে তার ছেলে বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহসহ পরিবার সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    এছাড়া সকালে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট সেরনিয়াবাত ছেকেন্দার আলী ভোটাধিকার প্রদান করেন এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত আম মার্কার প্রার্থী মো. তুহিন আশোকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় তার ভোটাধিকার প্রদান করেন।

    ৮৫নং বাকাল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুশান্ত বালা জানান, তার কেন্দ্রে ভোটার রয়েছে ২৭৩২। চারটি বুথ রয়েছে। নৌকা প্রতীকের এজেন্ট ছাড়া দুটি বুথে জাতীয় পার্টির এজেন্ট রয়েছে। সকাল ১১টায় ভোট কাউন্ট হয়েছে ৭৫০।

    ১০৪নং নগড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. লিয়াকত আলী ও ১০৫নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার চন্দ্র শেখর বসু জানান, তাদের কেন্দ্রে নৌকা ছাড়া কোন দলের প্রার্থী এজেন্ট দেয়নি। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৩৮৩জন।

    সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, ভোট কেন্দ্রে রোববার সকালে ব্যালট প্রেরণ করা হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ সার্বিক সহযোগীতায় শান্তিপূর্ণ ভাবে, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে নিজের দোকানে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে দর্জির দোকান থেকে মো. ছাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...