More

    সবকিছু ভালোই দেখছি, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে: মেয়র খোকন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

    রোববার (০৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি নগরের সরকারি সিটি কলেজ প্রাঙ্গণে ভোট দেন।

    ভোট দেওয়া শেষে মেয়র খোকন বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলাম। সবকিছু ভালোই দেখছি, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভালো এবং স্বাভাবিক রয়েছে।

    সার্বিক নির্বাচনী পরিস্থিতি ভালো রয়েছে জানিয়ে মেয়র খোকন বলেন, আশাকরি নৌকার বিজয় হবে আর আমাদের প্রার্থী তো ভালো মানুষ, তাকে সব শ্রেণি পেশার মানুষ ভোট দেবে। তিনি সবার ভোট পাবেন। সার্বিক নির্বাচনী পরিস্থিতি ভালোই দেখছি।

    তিনি বলেন, নৌকার প্রার্থী বিজয়ী হলে এ বরিশালের উন্নয়ন দুজনে মিলে করবো। আর তাতে এগিয়ে যাবে বরিশাল।

    এর আগে বরিশাল নগরে নব আদর্শ বালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

    পাশাপাশি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। ভোট দেওয়া শেষে জয় বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক। গোটা বরিশালে নির্বাচনি উৎসবের আমেজ বিরাজ করছে। মানুষ দক্ষিণাঞ্চলসহ গোটা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকায় ভোট দেবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে সরকারি ইজারা পয়েন্টে বালু কাটতে পারছেন না, ইজারদার শহিদ

    বরিশাল জেলা প্রশাসকের কালেক্টর অফিস থেকে বানারীপাড়া সন্ধ্যা নদীর নবগ্রাম মৌজার জেল ৪৮, খতিয়ান : ১ দাগ নং ২০৮...