More

    বরিশালের ৬টি আসনে ভোট পড়েছে ৪১ দশ‌মিক ১০ শতাংশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ  কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বরিশালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ব‌রিশালের ছয়টি সংসদীয় আসনে গড়ে ৪১ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শ‌হিদুল ইসলাম। সন্ধ‌্যায় ভোট গনণা শেষে তিনি এ তথ্য জানান।

    রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

    শ‌হিদুল ইসলাম বলেন, বরিশাল -১ ( গৌরনদী- আগৈলঝাড়া) আসনে ৬০ দশ‌মিক ৫০ শতাংশ, ব‌রিশাল-২ (উ‌জিরপুর-বানারীপাড়া) আসনে ৪০ দশ‌মিক ০৮, ব‌রিশাল-৩ ( বাবুগঞ্জ-মুলাদী) আসনে ৩৪ দশ‌মিক ৩৬, ব‌রিশাল-৬ ( বাকেরগঞ্জ) আসনে ৩৮ দশ‌মিক ৫৬, ব‌রিশাল-৪ ( হিজলা-‌মেহে‌ন্দিগঞ্জ) আসনে ৪৩ দশ‌মিক ৯৮, ব‌রিশাল-৫ ( সদর) আসনে ২৯ দশ‌মিক ৮৮, শতাংশ ভোট পড়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে সরকারি ইজারা পয়েন্টে বালু কাটতে পারছেন না, ইজারদার শহিদ

    বরিশাল জেলা প্রশাসকের কালেক্টর অফিস থেকে বানারীপাড়া সন্ধ্যা নদীর নবগ্রাম মৌজার জেল ৪৮, খতিয়ান : ১ দাগ নং ২০৮...