More

    আগৈলঝাড়ায় আওয়ামীলীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ ৫ম বারের মতো বিজয়ী

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ বরিশাল—১ আসনে শান্তিপূর্ণ ভাবে, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে।

    এই আসনে আওয়ামীলীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭ শত ৭৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। ভোটে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১ শত ২২ ভোট।

    তৃতীয় স্থানে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. তুহিন আম প্রতীক পেয়েছেন ১ হাজার ২ শত ১৮ ভোট। রোববার রাতে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিহা তানজিন নির্বাচনী নিয়ন্ত্রন কক্ষ থেকে

    ঘোষিত বেসরকারী ফলাফলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার মোট ৬০ টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি নৌকা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৭ শত ১৩ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫ শত ৯১ ভোট ও

    ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. তুহিন আম প্রতীক পেয়েছেন ৪ শত ১৪ ভোট। অপরদিকে গৌরনদী সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান নির্বাচনী নিয়ন্ত্রন কক্ষ থেকে ঘোষিত বেসরকারী ফলাফলে জানা গেছে, গৌরনদী উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি নৌকা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৬৪ ভোট,

    দ্বিতীয় অবস্থানে এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫শত ৩১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. তুহিন আম প্রতীক পেয়েছেন ৮ শত ৪ ভোট। নির্বাচনে আগৈলঝাড়ায় ৬৪ দশমিক ০৯ ভাগ ও গৌরনদীতে ৫৭ দশমিক ৭১ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে নিজের দোকানে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে দর্জির দোকান থেকে মো. ছাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...