More

    বরিশাল—১ আসনে দুই প্রার্থীর জামানাত বাজেয়াপ্ত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল—১ আসনের ৩জন প্রার্থীর মধ্যে দুইজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

    জানা গেছে, বরিশাল—১ (গৌরনদী— আগৈলঝাড়া) আওয়ামীলীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি (নৌকা), এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী (লাঙ্গল) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. তুহিন (আম) প্রতীকে প্রতিদ্বন্দিতা করেছিল।

    বেসরকারী ভাবে আওয়ামীলীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭ শত ৭৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।

    তার সাথে প্রতিদ্বন্দিতা করেছিলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১ শত ২২ ভোট। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. তুহিন আম প্রতীক পেয়েছেন ১ হাজার ২ শত ১৮ ভোট পেয়েছেন।

    একারনে এই আসনের এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী ও মো. তুহিন এর জামানাত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, এই আসনে ভোটাদের দেয়া প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে প্রার্থীদের। তা না পেলে ওই প্রার্থীর জামানাত বাজেয়াপ্ত হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে সরকারি ইজারা পয়েন্টে বালু কাটতে পারছেন না, ইজারদার শহিদ

    বরিশাল জেলা প্রশাসকের কালেক্টর অফিস থেকে বানারীপাড়া সন্ধ্যা নদীর নবগ্রাম মৌজার জেল ৪৮, খতিয়ান : ১ দাগ নং ২০৮...