আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার সাব রেজিষ্ট্রি অফিসের সামনে মটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মটরসাইকেলের পিছনে থাকা আরোহী কাঠিরা গ্রামের শাহিন হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার (৩০) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় মটরসাইকেল চালক সাকিব খান ও ভ্যান চালক কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ি গ্রামের সালাম খানের ছেলে বাবু খান (২৮) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।
পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি ভ্যান চালক বাবু খান রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। পুলিশ গতকাল শুক্রবার সকালে মেহেদী হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করে।