More

    আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আইন—শৃংখলা বাহিনীর সহযোগীতায় গতকাল রোববার গৈলা ইউনিয়নের কালুপাড়া ও কালুরপাড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।

    এসময় কালুপাড়া ভাই ভাই বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে বেকারীর মালিক জামাল হোসেনকে ৮ হাজার টাকা ও কালুরপাড় বাজারের মদিনা বেকারীতে একই অপরাধে বেকারীর মালিক আমিনুল ইসলামকে ১০ হাজার টাকাসহ ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন—শৃংখলা বাহিনীর সদস্যরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি...