More

    তামিমকে ছুঁলেন, আবার ছাড়িয়েও গেলেন মুশফিক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিকুর রহিম। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬২ রানের ইনিংস খেলে তিনি তামিম ইকবালকে টপকে এই কীর্তি গড়েন।

    বিপিএলে নিজের ১২৪তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন মুশফিক। ১৩৪ স্ট্রাইকরেট তার ঝুলিতে রয়েছে ২০ ফিফটি। সর্বোচ্চ রান ৯৮।

    এর আগে প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে তিন হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল। ৩ হাজার ৩৮ রান করে তামিককে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দ্বিতীয় স্থানে থাকা তামিমের রান ৩ হাজার ২৪। তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ইমরুল কায়েস ও সাকিব আল হাসান।

    মুশফিক বিপিএলে অষ্টমবারের মতো দল বদলে এবার ফরচুন বরিশালে যুক্ত হয়েছেন। গত ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে অসাধারণ ফিফটির পর আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬২ রানের ইনিংস খেলেছেন মুশফিক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়নের গণসংবর্ধনা

    জে এইচ রাজু স্টাফ রিপোর্টার : ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক...