More

    কালকিনিতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
    মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
    এতে উপজেলা নির্বাহী অফিসার  উত্তম কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.কায়েসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন,
    প্রধান শিক্ষক সোহরাব হোসেন কিরন, প্রধান শিক্ষক সেলিম রেজা ও সরকারি পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ মাসুম আহম্মেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন।
    উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রযুক্তি স্টল সাজিয়ে প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...