More

    পাথরঘাটায় টমটম ইজিবাইক সংঘর্ষে ১ নারী নিহত

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ:(পাথরঘাটা প্রতিনিধি) বরগুনার পাথরঘাটায় টমটম ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে নাসিমা(৩৫) নামে এক নারী নিহত হয়েছে।
    ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে আটটার দিকে কাকচিড়া থেকে বরগুনা বাইনচোটকী ফেরীঘাট গামী একটি ইজিবাইকের সাথে অপর দিক থেকে আসা একটি গরুবাহী টমটমে কাকচিড়ার ইউনিয়নের আলিশার মোড় নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।
    সংঘর্ষে নাসিমা নামে এক নারী ঘটনাস্থলে গুরতর ভাবে আহত হন।পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য তাৎক্ষণিক মাজেদা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
    পরে স্থানীয়রা তার পরিচয় জানতে পেরে তার গ্রামের বাড়ি বামনায় নিয়ে যাওয়া হয়। জানা যায় ঐ নারী বরগুনা জেলার বামনা থানার ডৌয়াতলা ৪নং ওয়ার্ডের বাসিন্দা আলি আকবর খানের(৪৫) স্ত্রী।
    আরো জানা যায় ঐ নারী তার ভাই মিজান চেয়ারম্যানকে দেখতে বরগুনার উদ্দেশ্যে যাত্রা করেছিলো।ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় মূলত সকালের ঘন কুয়াশা এবং অতিরিক্ত গতির ফলে এমন সংঘর্ষ হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...