More

    পাথরঘাটায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ,পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে কোস্ট গার্ড।

    ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন এ অভিযান চালায়।
    অভিযানে ৪০ হাজার মিটার চরঘেরা জাল ও ৪ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

    এ বিষয়ে পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল উদ্দিন বলেন, মেরিন ফিশারি কর্মকর্তা রিয়াজ হোসেন, পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার জয়ন্ত কুমার অপুর সঙ্গে সমন্বয় করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...