More

    ডাসারে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুর ডাসারে মারামারি করার অপবাদ দিয়ে আবির মৃধা (১২) নামে এক মাদ্রাসা ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

    এ ঘটনায় সোমবার সকালে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে আটক করেছেন পুলিশ। আহত আবির মৃধা উপজেলার পশ্চিম মাইজপাড়া (আন্দিরপাড়) আদর্শ এতিমখানা- হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী ও জামাল মৃধার ছেলে।

    আহত মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, গত রবিবার সকালে  পশ্চিম মাইজপাড়া (আন্দিরপাড়) আদর্শ এতিমখানা- হাফেজিয়া মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক করে।

    এ বিষটি দেখে ভুক্তভোগী আবির তাদের দুইজনকে তর্কবিতর্ক করতে নিষেধ করে। এসময় তাদের দুজনকে থামাতে না পেরে ব্যর্থ হয়ে আবির একা মাদ্রাসার দোতালায় চলে যায়।

    কিছুখন পর মাদ্রাসার সহকারী শিক্ষক মুক্তারুজ্জামান ফকির উপস্থিত হয়ে শিক্ষার্থী আবির মৃধাকে কিছু বলার সুযোগ না দিয়ে মারামারিতে অংশ নেয়ার অপবাদ দিয়ে বেত দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন।

    পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত ছাত্রের বাবা জামাল মৃধা ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে আটক করেন।

    আহতের বাবা জামাল মৃধা জানান, আমার ছেলেকে বিনা অপরাধে পিটিয়ে আহত করেছে শিক্ষক মুক্তারুজ্জামান ফকির। আমার ছেলে কোন মারামারি করেনি। আমি তার আইনের মাধ্যমে শাস্তি চাই।

    তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক এড়িয়ে যান। এ ব্যাপারে ডাসার থানার ওসি এসএম শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষককে থানায় আনা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...