আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ সারাদেশে সরকারের নির্দেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার বন্ধের অভিযানের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ডায়াগনিষ্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা ও অপর একটি ডেণ্টাল সেন্টার বন্ধ করে দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার বন্ধের ব্যাপারে গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের আদালত অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা সদরে গ্রামীন প্যাথলজির বৈধ কাগজপত্র না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলা সদর রোডে পপি ডেন্টাল কেয়ারে দন্ত চিকিৎসক না থাকার জন্য পপি ডেণ্টাল কেয়ারকে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, ডা. অর্নব সাহা, থানার এসআই নুরে আলম, ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ।