More

    আগৈলঝাড়ায় ডায়াগনিষ্টিক সেন্টারে অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ সারাদেশে সরকারের নির্দেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার বন্ধের অভিযানের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ডায়াগনিষ্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা ও অপর একটি ডেণ্টাল সেন্টার বন্ধ করে দিয়েছে।

    আদালত সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার বন্ধের ব্যাপারে গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের আদালত অভিযান পরিচালনা করেন।

    এসময় উপজেলা সদরে গ্রামীন প্যাথলজির বৈধ কাগজপত্র না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলা সদর রোডে পপি ডেন্টাল কেয়ারে দন্ত চিকিৎসক না থাকার জন্য পপি ডেণ্টাল কেয়ারকে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    অভিযানের সময় উপস্থিত ছিলেন, ডা. অর্নব সাহা, থানার এসআই নুরে আলম, ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...