More

    শ্রীলঙ্কা সিরিজে খেলবেন কিনা নিশ্চিত নন সাকিব

    অবশ্যই পরুন

    বিশ্বকাপের পরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেননি সাকিব আল হাসান। তখন তিনি আঙুলেরে চোটে ছিলেন। ওই চোট কাটিয়ে বিপিএলে খেললেও বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার চোখের সমস্যায় ভুগছেন।

    বিপিএলে সাকিব খেলছেন বোলার হিসেবে। শুরুর দিকে টপ-মিডল অর্ডারে ব্যাটিং করলেও ব্যর্থতার কারণে লোয়ারে ব্যাটিং শুরু করেছেন তিনি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে খেলবেন কিনা সাকিব তাই এখনও সিদ্ধান্ত নিতে পারেননি।

    বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে জাতীয় দলের এই অধিনায়ক বলেন, ‘সময় আসলে দেখা যাবে। আমরা এখন একটা টুর্নামেন্টের মধ্যে আছি। শ্রীলঙ্কা সিরিজে খেলব কিনা তা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো। এরপর সিদ্ধান্ত নেব।’

    ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এক সম্প্রচার মাধ্যমকে সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটে একদিনও তিনি অধিনায়কত্ব করবেন না। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ওয়ানডেসহ তিন ফরম্যাটের অধিনায়ক তিনি।

    নেতৃত্ব চালিয়ে যাবেন কিনা ওই প্রশ্নে সাকিব বলেন, ‘এই (নেতৃত্ব) বিষয়ে বোর্ডের সঙ্গে কথা বলে আমি একটা সিদ্ধান্তে আসব। এখনও কথা বলা হয়নি আমার।’ এছাড়া চোখের সমস্যা কিংবা অফফর্ম চললেও এখনই সাকিব অবসর নেওয়ার কথা ভাবছেন না বলেও জানিয়ে দিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...