আরিফ তৌহীদ, পাথরঘাটা প্রতিনিধি:ঢাকার তুরাগ থানা থেকে নিখোঁজ হওয়া পাথরঘাটার সজীব চৌধুরীর (২৫) খোজ মেলেনি ২৬ দিনেও।
ঘটনার পর তুরাগ থানায় জিডি করেছেন সজীবের বাবা বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের শাহ্ আলম চৌধুরী।
জানা গেছে ছেলেটি একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে তুরাগ থানায় দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে তুরাগ থানার হরিরামপুর ইউনিয়নের নলভোগ এলাকা থেকে নিখোঁজ হয় সে। নিখোঁজের পর থেকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে প্রায় ৩সপ্তাহ পর তুরাগ থানায় ২ ফেব্রয়ারী একটি জিডি করা হয়। যার নং-৯৯।