More

    আগৈলঝাড়ায় সপ্তম শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সপ্তম শ্রেনীর পড়–য়া স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

    ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং জবানবন্দি গ্রহনের জন্য আদালতে প্রেরন করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাকাল গ্রামের মৃত এরফান উদ্দিন মোল্লার ছেলে হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা (৫৫) পার্শ্ববর্তী বাড়ির পূর্ব পরিচিত সপ্তম শ্রেনী পড়ুয়া মেয়ে (১৩)কে ১লা ফেব্রুয়ারী রাত আটটার দিকে ঘরে একা পেয়ে ওই ছাত্রীর একটি অশ্লীল ভিডিও এবং ছবি অন্য একজনের মোবাইল ফোনে ধারণ করা আছে বলে তা দেখানোর জন্য পুকুর পাড়ের বাগানে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

    ধর্ষণের ঘটনা কাউকে জানালে তার চরম ক্ষতি হবে বলেও ছাত্রীকে হুমকি দেয় ধর্ষক হবি মোল্লা। এসময় ওই অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল ফোন থেকে ওই ছাত্রীর অশ্লীল ভিডিও এবং ছবি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না দেয় সেই জন্য অজ্ঞাত ওই ব্যক্তিকে টাকা দেয়ার জন্য ধর্ষক হবি মোল্লা ছাত্রীর কাছে ৫ হাজার টাকা দাবি করে।

    ধর্ষিতা এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তার পরিবারকে জানালে ধর্ষিতার পিতা বাদী হয়ে মঙ্গলবার রাতে ধর্ষক হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা (৫৫) এবং অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।

    এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, রাতে মামলা দায়েরের পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। ধর্ষিতা স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং জবানবন্দি প্রদানের জন্য বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...