More

    কালকিনিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহক সেবা উন্নয়ন র্শীষক মতবিনিময়

    অবশ্যই পরুন

    মোঃ নাসির উদ্দিন ফকির লিটন ,মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন”শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারীপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর হলরুমে এ অনুষ্ঠান করা হয়। এঅনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম।

    উদ্বোধন শেষে ৫১জন গ্রাহকের মাঝে ১ কোটে ৫০ লাখ টাকা ঋন বিতরন করা হয়। এতে কৃষি ব্যাংকের মাদারীপুর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মনসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ,

    কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, কৃষি ব্যাংকের কালকিনি শাখার ব্যবস্থাপক মোঃ আশাদুল ইসলাম, সাহেবরামপুর শাখার ব্যবস্থাপক কামাল হোসেন, গোপালপুর শাখার ব্যবস্থাপক মোঃ আতাহার হোসেন,

    খাসেরহাট শাখা ব্যবস্থাপক মোঃ হাসান বিন ওবাইদ, উত্তর রমজানপুর শাখার ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান, সাহেবরাপুর শাখার কর্মকর্তা হানিফ শিকদার, মাদারীপুর অঞ্চলের কর্মচারী ইউনিয়নের সভাপতি নাহিদ হোসেন। এ সভায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সেবাসমুহ সম্পর্কে উপস্থিত সকল গ্রাহকদের অবহিত করেন এবং অত্র ব্যাংক হতে সেবা গ্রহনের জন্য আহব্বান করেন।

    সভায় উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও ব্যাংকের গ্রাহক উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। যাতে তারা স্বল্প সুদে ও সহজ শর্তে ঋন পায়, দ্রæত সময় রেমিট্যান্স গ্রহন ও তাদের আমানত সুরক্ষিত থাকে। সার্বিকভাবে ব্যাংকার ও গ্রাহকদের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপর আলোচনা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পাথরঘাটার নাচনাপাড়ায় দুটি ব্রিজ ভেঙে জনদুর্ভোগ

    আরিফ তৌহীদ:পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া বাজারসংলগ্ন দুটি ব্রিজ ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার কয়েক...