মো.নাসির উদ্দিন ফকির লিটন , মাদারীপুর প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামচুল আরেফিনের সঙ্গে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ আরিফ, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল আব্দুল কাইউম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আশরাফুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.বদিউজ্জামান খান, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলনসহ অন্যান্য ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যার বিষয় আলোচনা করেন।