More

    কলাপাড়ায় সুবিধাবঞ্চিত মানুষ ভাষা দিবসে পেল বিদ্যানন্দ ফাউন্ডেশনের ’১০ টাকায় রোজার বাজার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ভাষা দিবসে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের তিন শতাধিক পরিবার পেলো বেসরকারি উন্নয়ন সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ’১০ টাকায় রোজার বাজার’ কার্যক্রমের খাদ্য সহায়তা।

    মাত্র ১০ টাকা প্রতীকী মূল্যে দুস্থ, অসহায় পরিবারগুলো এ বাজার থেকে চাল, ডাল, ছোলা, লবণ, ডিম, মাছ, মাংস, সবজি, নুডলস, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ক্রয় করার সুযোগ পেয়েছেন।

    বুধবার সকাল ১০টায় কলাপাড়া কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে দিনব্যাপী ১০ টাকার এ সুপার শপে নিম্ন আয়ের মানুষের জন্য পণ্য ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি। এসময় গৃহহীন বৃদ্ধা মনোয়ারা বিবিকে নতুন ঘরের চাবি,

    তালাকপ্রাপ্তা মোসা: পপি, রহিমা বোগম কে দুইটি সেলাই মেশিন, হত দরিদ্র লাল মিয়া গাজি, আবদুল লতিফকে ব্যবসার পণ্য সামগ্রী, দিনমজুর ফারুক হোসেনকে একটি নতুন ভ্যান গাড়ি, স্বামী পরিত্যক্তা রুমা বেগম, ছকিনা বেগম, সোনা ভানুকে তিনটি বকনা বাছুর প্রদান করা হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বর মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে ’১০ টাকায় রোজার বাজার’ কার্যক্রমের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,

    উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিব তাঁর বক্তব্যে বলেন, ’বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম মানবিক ও প্রশংসনীয়। বিভিন্ন দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়ান।

    সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য এ কার্যক্রম দেশ ব্যাপী সফলভাবে সম্পন্ন করতে আমার সহযোগিতা থাকবে।’ বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো: জামাল উদ্দিন বলেন, ’মাত্র ১০ টাকায় ক্রয়কৃত এসব পণ্যের বাজার মূল্য ১০০০—১৩০০ টাকা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেইসাথে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ...