More

    উজিরপুরে ইদুর মারার বিদ্যুতের ফাঁদে  প্রান গেছে কৃষকের

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে ইদুর মারতে ধানক্ষেতে দেয়া বিদ্যুতে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃত কৃষক গৌরাঙ্গ হালদার (৫০) কারফা গ্রামের যুদিষ্ঠী হালদারের ছেলে। জল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য উপেন সরকার  জানান, ইরি ধানক্ষেত ইদুরে নষ্ট করে ফেলে।

    এই কারনে ধানক্ষেত রক্ষায় বিদ্যুত সংযোগ দেয় কৃষক গৌরাঙ্গ হালদার। সকালে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না করে কতটি ইদুর মারা গেছে দেখতে যায়। সেখানে ভুলে বিদ্যুত সংযোগ দেয়া গুনায় হাত দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় গৌরাঙ্গ।

    তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেছে। উজিরপুর থানার ওসি জাফর আহমেদ  জানান, আগৈলঝাড়া থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

    এ ঘটনায় উজিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ নেই। তাই যথাযথ আইনি প্রক্রিয়ায়  পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...