More

    নেছারাবাদে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৭

    অবশ্যই পরুন

    পিরোজপুরের নেছারাবাদে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ও বৃহস্পতিবার দুইদিনে উপজেলার বিভিন্ন স্থানে ওই ঘটনা ঘটে।

    বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিহারী গ্রামের স্বর্নকার বাড়ীর এলাকায় ১১জন পাগলা কুকুরের কামড়ে আহত হন এবং বৃহস্পতিবার (২২ ফেব্রুরয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে আরও ৬ জন আহত হন।

    নেছারাবাদ হাসপাতাল সুত্রে জানাগেছে, উপজেলার বালিহারি, সেহাংগল, চিলতলা, সোহাগদল ও সারেংকাঠি গ্রামের লোকজন কুকুরের কামড়ের শিকার হন। আহতরা হলেন বালিহারী গ্রামের মো. দুলাল (৬০), মো. জাফর (৬৫), ফাহিমা (১৭),সাদমান (২.৫), খালেদা বেগম (৪৫), সিনথিয়া (১৮),অনিক (১৩),সাইদুর রহমান (৪৫),সায়ন (১১), মুকুল বেগম (২৫), সেহাংগলের তায়েবা বেগম (৬০), সারেংকাঠির শর্মি (১৫), চিলতলার আরিয়ান শাহ (২১), সোহাগদলের পারভীন বেগম (৩৯)।

    আহতদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন- কুকুরের আক্রমনে আহত ব্যাক্তিরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...