More

    আগৈলঝাড়ায় ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জুমার নামাজ বাদ গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা সর্বস্তরের জনগণের আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা নামাজ শেষে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

    বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ গুলি করে হত্যা করেছে। শহীদ হাদীর আদর্শকে বুকে ধারন করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে রাজপথে নেমে আসার আহবান জানানো হয়। একই সাথে শহীদ হাদীর খুনি ও তার সহযোগীদের দ্রত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

    প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি্র যুগ্ম— আহবায়ক আবুল হোসেন মোল্লা, উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান মুন্সি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদসহ অন্যান্যরা। আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও একজন গুরুতর অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানান, গৌরনদী— আগৈলঝাড়া—গোপালগঞ্জ মহাসড়কের বড়মগড়া সড়কের পূর্বপাশে বৃহস্পতিবার বিকেলে পূর্বদিক থেকে মটরসাইকেলে করে পয়সারহাট যাচ্ছিলেন রাজিহার গ্রামের জাকির সরদারের ছেলে জামিল সরদারসহ দুইজন। এসময় পশ্চিম দিক থেকে ব্যাটারী চালিত ভ্যানে করে আসছিলেন বারপাইকা গ্রামের যতীন বিশ্বাসের ছেলে শচীন বিশ্বাস। দ্রুতগতিতে আসা মটরসাইকেলের সাথে ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষে দুইজন গুরুতর আহত হয়।

    গুরুতর আহত অবস্থায় বারপাইকা গ্রামের যতীন বিশ্বাসের ছেলে ভ্যানের যাত্রী শচীন বিশ্বাস (৫০) ও বড়মগড়া গ্রামের ভ্যান চালক অরুন সমাদ্দারের ছেলে মাখম সমাদ্দার (৩৮)কে ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে শচীন বিশ্বাসের মৃত্যু হয় এবং মাখম সমাদ্দারকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

    পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটার সী-বিচকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় এডুকো...