আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় দরিদ্র জেলে পরিবারের মাঝে বিতরনের জন্য ৬০টি বকনা বাছুর আনা হলেও ওজনে কম হওয়ায় ৪০টি বকনা বাছুর উপজেলা প্রশাসন ফেরত দিয়েছে ঠিকাদারকে। একারনে দরিদ্র জেলে কার্ডধারীরা বকনা বাছুর নিতে এসে খালি হাতে বাড়ি ফেরত গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার ৫টি ইউনিয়নের ৬০জন দরিদ্র জেলে কার্ডধারীদের মাঝে বকনা বাছুর বিতরনের জন্য গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঠিকাদার প্রতিষ্ঠান শেওলা হাঁস মুরগি খামার এন্ড সাপ্লাই সেন্টার ট্রাকযোগে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্তরে ৬০টি বকনা বাছুর নিয়ে আসে। এসময় বকনা বাছুর গ্রহনকারী জেলেরা বাছুরগুলো ছোট দেখতে পেয়ে গ্রহনে অনিহা জানায়। প্রতিটি বকনা বাছুর ৬৫ কেজি ওজন হওয়ার কথা থাকলেও ৬০টির মধ্যে ৪০টি অসুস্থ, রোগাক্রান্ত ও ওজন কম থাকায় বকনা বাছুর জেলেরা নিতে অনিহা প্রকাশ করে। পরিমাপ স্কেলে মাপার পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন বকনা বাছুরগুলো ভুষির সাথে গরম পানি খাওয়াইয়ে ওজন বৃদ্ধি করেছে বলে বাছুর গ্রহনকারীরা জেলেরা জানান।
এসময় পরিমাপ স্কেলে মেপে ৬৫ কেজি ওজনের ২০টি বকনা বাছুর বিতরণ করা হয়। অসুস্থ, রোগাক্রান্ত হওয়ায় ৪০টি বকনা বাছুর উপজেলা প্রশাসন বিতরণ না করে ঠিকাদারকে ফেরত পাঠিয়ে। বিতরনের সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড.মো.হাদিউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, সহকারী কমিশনার (ভুমি) মো.বায়েজীদ সরদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.পলাশ সরকার, মৎস্য কর্মকর্তা মানিক মল্লিকসহ প্রমুখ।
উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের জেলে কার্ডধারী কবির মৃধা জানান, বকনা বাছুর নিতে আসলেও বকনা বাছুর ওজনে কম, অসুস্থ, রোগাক্রান্ত হওয়ায় ফেরত পাঠিয়ে। তাই আমরা বাছুর না নিয়েই খালি হাতে বাড়ি ফেরত যাচ্ছি।
বকনা বাছুর নিয়ে আসা ঠিকাদার প্রতিষ্ঠানের মোহাম্মাদ আলী মুন্সী জানান, আমরা বকনা বাছুর বিতরনের জন্য নিয়ে আসলেও উপজেলা প্রশাসন ওজনে কম ও রোগাক্রান্ত হওয়ায় গ্রহন না করায় ৪০টি বাছুর ফেরত নিয়ে যাচ্ছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক সাংবাদিকদের বলেন, ৬৫ কেজির ওজনের বকনা বাছুর দেওয়ার নিয়ম রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান বকনা বাছুরের ওজন কম দেওয়ায় আমার ৪০টি ফেরত পাঠিয়েছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, বকনা বাছুর বিতরনে কোন অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। ওজনে কম দেওয়ার কোন সুযোগ নেই।
