গতকাল ২২শে ফেব্রুয়ারি ,২০২৪ ইং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদ এ সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ওটরা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব এম,এ খালেক রাঁড়ি চেয়ারম্যান ওটরা ইউনিয়ন পরিষদ। আজকের সফল কর্মশালার উপস্থিত সভাপতি জনাব এম,এ খালেক রাঁড়ি,চেয়ারম্যান তার বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উক্ত কাজের প্রশংসা জানায়,এসময় তিনি স্যার ফজলে হাসান আবেদ্য কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।
এছাড়াও বর্তমান ওটরা ইউনিয়নের প্রবাসীরা যাতে ভালো থাকেন এবং যারা বিদেশ থেকে ফেরত এসেছে তাদেরকে সামাজিক ও আর্থিকভাবে পুনরেকত্রীকরণ এর জন্য তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া ওটরা ইউনিয়ন পরিষদের সচিব জনাব মাহতাব হোসেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাজের প্রশংসা জানায়,তিনি ইউনিয়নের সকল মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের ব্র্যাকের পাশে থেকে বিদেশ ফেরতদের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান করেন,এবং বলেন বিদেশ গমনের পূর্বে প্রতিটি ব্যক্তি প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করলে বিদেশ গিয়ে বেশি উপার্জন সহজতর হয়।
এছাড়াও অভিবাসীদের বিষয় বিভিন্ন সতর্কবার্তা,করণীয় বিষয় ও ব্র্যাকের বিভিন্ন দিক উপস্থিত জনতার মাঝে তুলে ধরেন,ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডি,সি সাহিদা আক্তার এমআরএসসি বরিশাল,উজিরপুর উপজেলার দায়িত্বে থাকা ফিল্ড-অর্গানাইজার মোঃ সাগর হাওলাদার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওটরা ইউনিয়নের সকল ওয়ার্ডের পুরুষ ও মহিলা মেম্বারগণ, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক, সম্ভাব্য অভিবাসী,ইমাম,বিদেশ ফেরত অভিবাসী ও অভিবাসী পরিবারের সদস্যবৃন্দ আজকের কর্মশালার মধ্যে দিয়ে এমআরএসসি বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কর্মশালা সফলভাবে সম্পন্ন হলো।