এক প্রান্ত থেকে বাণ আসছে অর্জুনের, অপর প্রান্ত থেকে তারই সহোদর কর্ণের। কুরুক্ষেত্রে ধর্ম প্রতিষ্ঠার সেই লড়াই এবার যেন বিপিএলে। মিরপুরের এই লড়াই একদিকে শান্তি প্রতিষ্ঠার, অন্যদিকে মর্যাদারও। এক পক্ষে সাকিব আল হাসান, অন্য পক্ষে তামিম ইকবাল।
সেটিকে বিপিএলের ফাইনালের আগে ফাইনাল বললে হয়তো অত্যুক্তি হবে না। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের এই লড়াই শুরু হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়। দ্বিতীয় কোয়ালিফায়ারের এই ম্যাচে জয়ী দল যাবে ফাইনালে। আর পরাজিত দল খুব কাছে এসেও বিদায় নেবে।
সাকিব-তামিম লড়াইটা নতুন কিছু নয়। ওয়ানডে বিশ্বকাপের আগে ভিন্নমাত্রা পাওয়া সেই লড়াই বিপিএলে মঞ্চায়িত হয়েছে নতুন করে। বাংলাদেশের এ দুই তারকা ক্রিকেটার যখনই মুখোমুখি হয়েছেন চলতি বিপিএলে, তখনই গ্যালারিতে দেখা গেছে উপচে পড়া ভিড়। মাঠের খেলা থেকে শুরু করে সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাসে যোগ হয়েছে বাড়তি কিছু।
কখনো কখনো সাকিব-তামিমের উদ্যাপন ও প্রতি-উদ্যাপনে সেই যাত্রাপথে যুক্ত করেছে নতুন রসদ। মাঠের খেলা উঠে এসেছে নেট দুনিয়ার পাতায়-পাতায়। ভক্তদের মুখে ঘুরেফিরে একই প্রসঙ্গ এসেছে, সাকিব-তামিমের লড়াই। এবার আরো একবার সেই লড়াই দেখা যাবে বিপিএলে।
চলতি বিপিএলে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছেন সাকিব-তামিম। এর মধ্যে প্রথম বার তামিমদের বরিশাল ৫ উইকেটে এবং দ্বিতীয় বার সাকিবদের রংপুর ১ উইকেটে জয় পেয়েছে। তাতে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি পরিণত হয়েছে তাদের অঘোষিত বিপিএল ফাইনালে।
গতকালের অনুশীলন শেষে রংপুরের কোচ সোহেল ইসলাম সাকিব-তামিমের বিষয়ে বলেছেন, ‘এটা নিয়ে একদমই চিন্তা করি না। আমার দল নিয়ে চিন্তা করি। দলের মধ্যে সাকিবও একটা অংশ। প্রতিপক্ষ দলে তামিম আছে, সে-ও তাদের দলের অংশ।
দলের পারফরম্যান্সে ক্রিকেটার কীভাবে প্রভাব রাখতে পারবে, সেটা নিয়েই চিন্তা করি।’ বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বলেছেন, ‘দুজন অবশ্যই বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার। দুজন দুই দলে খেলে। দুজনই চাইবে নিজের দলকে জেতাতে। এই টুর্নামেন্টে দুজনই ভালো ক্রিকেট খেলছে। তাই যে ভালো খেলবে, তার দল জিতবে।’
এদিকে সাকিব-তামিমের এই লড়াইয়ে আরেক মাত্রা যুক্ত করেছেন আফগান পেশার ফজলহক ফারুকি। তার বিপক্ষে যত বারই মাঠে নেমেছেন, তত বারই পরাস্থ হয়েছেন বাঁহাতি ওপেনার। এশিয়া কাপের আগে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রতিটি ম্যাচে ফারুকির বলে কুপোকাত হয়েছেন তামিম।
শেষ চারটিতে তিনি আউট হয়েছেন ফারুকির বলে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ফারুকির ৪৬টি বল খেলে তামিম রান করেছেন ২০। এবার সেই শঙ্কা আরো বাড়িয়ে রংপুরের হয়ে মাঠে নামবেন ফারুকি। তাতে সাকিবের পাশাপাশি ফারুকির প্রতিও মনোযোগ দিতে হবে তামিমকে। তবে শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে, তা এখন সময়ের অপেক্ষা।