ঢাকার বেইলি রোডের বহুতল ভবনের “কাচ্চি ভাই” রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কর্মচারী মাদারীপুরের কালকিনি উপজেলার জিহাদ শিকদারের(২৫) বাড়িতে শোকের মাতম চলছে।
নিহত জিহাদ উপজেলার কয়ারিয়া এলাকার রামারপুল-লঞ্চঘাট গ্রামের জাকির শিকদারের ছেলে। জিহাদের অকাল মৃত্যুতে তার পরিবার এখন পাগল প্রায়। নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, সংসারের হাল ধরার জন্য জিহাদ শিকদার বেশ কিছুদিন আগে ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় চাকরি নেয়।
তার চাকুরির টাকায় পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ নিয়তির নিষ্ঠুর আঘাতে নিভে গেল জিহাদের জীবন প্রদীপ। বৃহস্পতিবার রাতে কাচ্চি ভাই রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে জিহাদের শরীরের অর্ধেক অংশ পুড়ে যায়। এতে করে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়।
তার এ মৃত্যুর খবরে পরিবারের মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ে। শোকে বার বার মূর্ছা যাচ্ছে জিহাদের বাবা জাকির শিকদার। এদিকে মাটিতে গড়াগড়ি দিয়ে আহাজারি করছে তার মা। তাদের এখন শান্তনা দেয়ার মত ভাষা যেন নেই।
নিহতের বাবা জাকির শিকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আপনারা আমার ছেলেকে ফিরিয়ে দিন। আমার কিছু দরকার নাই, আমি আমার ছেলেকে চাই। আমরা এখন কীভাবে বাঁচবো। আগুন আমার পরিবারটাকে শেষ করে দিয়ে গেল।
এ ব্যাপারে উপজেলার কয়ারিয়া ইউপি পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান নূর মোহাম্মদ মোল্লা জানান, আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। জিহাদ একজন ভালো ছেলে ছিল। সে এভাবে আগুনে মারা যাবে ভাবতেও পারিনাই।