ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে, সে ক্ষেত্রে একজন শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সু সম্পর্ক প্রয়োজন।
সেই সু সম্পর্কই বদলে দিতে পারবে শিক্ষা ব্যবস্থা। একজন শিক্ষক অতিরিক্ত সময় থেকে একটু সময় ছাত্র – ছাত্রীর সাথে কাটালে শিক্ষার্থীরা মনোযোগী হয়ে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে পারবে।
তিনি ২ মার্চ শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলার উজিরপুর আলহাজ বিএন খান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই।
বিএন খান কলেজ বরিশাল জেলার সেরা বিদ্যালয়ে পরিণত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান কলেজ উন্নয়নে তিনি সহায়তা করার ঘোষণা দেন। উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন,
সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন ব্যাপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানি শীল,
উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালি ফারাহীন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক কালা চাদ সাহা। এছাড়াও রাশেদ খান মেনন সকালে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে হাসপাতালে ব্যবস্থা কমিটির সভায় যোগদান করেন পরে উজিরপুর মহিলা কলেজের অ্যাকাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন।