মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশালের উজিরপুর থেকে মাদকদ্রব্য গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশের চৌকস দল।
পুলিশ সূত্রে জানাগেছে ৪ঠা মার্চ গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী টোলপ্লাজা এলাকা থেকে পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মোস্তফা কাজির ছেলে মেহেদি হাসান (৩০) ও তার সহযোগী মিলন রাড়ীকে ২ কেজি গাজাসহ গ্রেফতার করে।
এবিষয়ে বরিশাল জেলা ডিবি পুলিশের এসআই সুদেব হাওলাদার বলেন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সংগীত ফোর্স সহ ব্যাপক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় । পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় নিয়মিত মামলা নম্বর ৫ দায়ের করে অভিযুক্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।