More

    উজিরপুর পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার ০৪ ও ০৫ মার্চ সকাল ৮.৩০ টায় স্কুল প্রাঙ্গণের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছরোয়ার হোসেন হাওলাদার,

    সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিক মোহাম্মদ আল মামুন, মোঃ সাবেক শিক্ষা অফিসার আবুল বাশার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাওলাদার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি সাইদুর রহমান ইকবাল,

    উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাহফুজুর রহমান মাসুম ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার, মোঃ কামাল মোল্লা, এইচ এম শাহিন, তৌহিদুল ইসলাম মল্লিক।

    ক্রীড়া সম্পাদক ও শিক্ষক মোঃ আবুল বাশার অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফিরোজা সিদ্দিকা শিমুল, অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজী ফেরদৌসী এ অনুষ্ঠানে কোরআন তেলোয়াত,

    জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, মশাল প্রজ্বলন ও উপস্থিত অতিথি বৃন্দদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। পরে দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। বিকালে অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালসহ ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের সাতটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  মঙ্গলবার...