বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘ সাংবাদিকদের মান উন্নয়নে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল গঠন করেছিলেন।
জনগণ কী চায় তা সাংবাদিকদের মনে রাখা দরকার। দেশের মুক্তি আন্দোলনে সাংবাদিকরা বড় ভূমিকা রাখছেন। তাই আগামি দিনেও মানুষ যেন গণমাধ্যম থেকে উপকৃত হয় এমন কাজ করতে হবে। আজকে সাংবাদিকরা মর্যাদার সঙ্গে কাজ করছেন।
তবে ভালো সাংবাদিক হওয়া প্রয়োজন রয়েছে। তারপরও কিছু দুষ্ট কীট রয়েছে, যাদের কারণে প্রকৃত সাংবাদিকরা লজ্জা পাচ্ছেন। সাংবাদিকদের মানোন্নয়নে প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে।’ বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘ গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় কলাপাড়ার ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় কলাপাড়ায় কর্মরত অন্তত ৬০ জন গণমাধ্যমকমীর্ এই সেমিনারে অংশ গ্রহণ করেন। সেমিনারে বস্তুনিষ্ঠ সাংবাকিতার ওপর গুরুত্ব দিয়ে হলুদ সাংবাদিকতা বর্জনের আহ্বান জানান।