জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের আওতাধীন ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ১৬ নম্বর ওয়ার্ডের ব্রাউন কম্পাউন্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম জুম্মন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের সভাপতি কামরুল ইসলাম রতন, সহ-সভাপতি কায়ুম রেজওয়ান সাগর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল দেশের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে আসছে। সমাজের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে যুবদলের সদস্যরা সর্বদা সচেষ্ট থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিশুদের হাতে খাতা, কলম, পেন্সিলসহ নানা শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় যুবদল নেতাকর্মী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
