More

    জামায়াতে ইসলামী কোনো পুকুর নয় যে কিনারে দাঁড়িয়েই বুঝে ফেলা যাবে — অধ্যাপক মুহম্মদ শাহ আলম

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সাবেক পটুয়াখালী জেলা আমীর ও বরিশাল বিভাগীয় অঞ্চল টিম সদস্য অধ্যাপক মুহম্মদ শাহ আলম বলেছেন, “জামায়াতে ইসলামী কোনো পুকুর নয় যে, কিনারে দাঁড়িয়েই বুঝে ফেলা যাবে।” ২ নভেম্বর (বুধবার) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “রাজনীতিতে অভিজ্ঞতার একটা মূল্য আছে; ক্ষমতা আর আসনই সব না।

    জামায়াতে ইসলামী কোনো পুকুর নয় যে, কিনারে দাঁড়িয়েই বুঝে ফেলা যাবে। এই আন্দোলন বহতা নদীর মতো। বুঝতে হলে হাঁটতে হবে মাইলের পর মাইল। এত তাড়াতাড়ি উপসংহারে যেতে গেলে ভুল করবেন।” অধ্যাপক শাহ আলম তাঁর আরেকটি পোস্টে নির্বাচনি ইশতেহারও প্রকাশ করেন। সেখানে তিনি জনগণের প্রতি প্রতিশ্রুতি দিয়ে বলেন,“পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আল্লাহর রহমতে ও জনগণের ভালোবাসায় যদি জয়ী হতে পারি, তাহলে প্রথমেই গলাচিপা-হরিদেবপুর ব্রিজ বাস্তবায়নের মাধ্যমে লাখো মানুষের দুর্দশা লাঘব করবো ইনশাল্লাহ।”

    নির্বাচনী ইশতেহারের মূল দিকগুলো হলো: আলু, গম, ভুট্টা ও তরমুজ কেন্দ্রিক ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি চালু করা, রামনাবাদ, কাজল ও তেতুলিয়া নদীতে স্থায়ী ব্লক স্থাপনের মাধ্যমে নদী ভাঙন রোধ, কৃষকদের উন্নত প্রশিক্ষণ ও বিনা সুদে কৃষি ঋণ প্রদান; থানা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ; অমুসলিম সম্প্রদায়ের সমান নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বৃহস্পতিবার দশ জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

    দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।...