আরিফ তৌহীদ, পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় পাথরঘাটা পৌর শহরের উপজেলা পরিষদের মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠনে সভাপতিত্ব করেন, পাথরঘাটা উপজেলা যুব দলের আহবায়ক জসিম উদ্দিন রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুরুল ইসলাম মণি। তিনি বলেন, “যুবকরাই জাতির মেরুদণ্ড। যুবদল সব সময় গণতন্ত্র, ন্যায়ের শাসন ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে।”
তিনি আরো বলেন,”আমার এমপি হওয়ার কোন ইচ্ছা নাই আমি চাই আপানদের জন্য কাজ করতে, তাতে জদি আপনারা মনে করেন যে আমাকে ভোট দেয়া উচিত তবেই আমাকে ভোট দিয়েন। আপনাদের জন্য সব সময় আমার মন কাঁদে,শেষ বয়সে আপনাদের জন্য কিছু করে যেতে পারলে সেটাই আমার সার্থকতা”। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর ও উপজেলা যুবদলের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের সংকটময় এই সময়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনের সারিতে থাকতে হবে। পাথরঘাটা শহরের প্রধান সড়কে আনন্দ মিছিলের মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সূচনা করা হয়।
সমাবেশে পাথরঘাটার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উচ্ছ্বাস ও দেশপ্রেমের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
