More

    কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের করা হয়।

    র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহণে এক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের করণীয় বিষয়ক কর্মকাণ্ড ফুটে ওঠে।

    আলোচনা সভায় গুড নেইভার এর প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা,

    ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, কলাপাড়া ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ ইলিয়াস। এ সময় বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সিপিবি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন

    কালকিনি-ডাসার প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার সহ আংশিক সদর ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয়...