More

    উজিরপুর ধামসর অক্সফোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরের ঐতিহ্যবাহী ধামসর অক্সফোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার ১০ মার্চ সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গণের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এস এম সাদিকুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদার , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাবেয়া সুলতানা,

    উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাওলাদার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির মাইকেল পান্ডে, নবজাগরণ সংঘের সভাপতি মোঃ সাইদুর রহমান খোকন, ওয়ার্ড আওয়ামীযুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মন্টু,

    উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও রূপায়ণ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, ক্রীড়া সম্পাদক ও শিক্ষক শংকর চন্দ্র হাজারি, অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইয়াসমিন ভানু , অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার। এ অনুষ্ঠানে কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

    জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, মশাল প্রজ্বলন ও উপস্থিত অতিথি বৃন্দদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বিকালে অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামাতার বিরুদ্ধে মামলা করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ির

    বরিশালের মুলাদীতে বাস থেকে মাথা বের করে বমি করার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রিনা বেগম (৪০) নামের...