পটুয়াখালীর কলাপাড়ায় ভূমি জালিয়াতি মামলায় এক শিক্ষক সাময়িক বরখাস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পশ্চিম হাচনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
মামলা ও এলাকা সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন এর পশ্চিম হাচনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. লিপি আক্তার।
২০১০ সালে চান্দুপাড়া মৌজার ২৫৮ নং খতিয়ানের রেকর্ডিং মালিক হাকিমজান বিবি ওরফে ছালেহা বেগমের ৪৫ শতক ভূমি জালিয়াতিভাবে দাতা দেখিয়ে জাহানারা বেগমকে গ্রহীতা সাজিয়ে ২৩৬০/১০ নং হেবা ঘোষণা পত্র দলিল সৃষ্টি করে গোপন রাখে।
পরবর্তীতে হাকিমজানের অপর ওয়ারিশ জাল ভুয়া দলিলপত্রের বিষয় জেনে পটুয়াখালী সাবরেজিস্ট্রার অফিস থেকে দলিলের নকল উত্তোলন করে জাল ভুয়া দলিলের বিষয় নিশ্চিত হয়ে ভূমির প্রকৃত ওয়ারিশ মোঃ নাসির তালুকদার (৫১) বাদী হয়ে বিচার দাবিতে গৃহীতা জাহানারা বেগম (৬৩), মনির হোসেন (৩৩), শিক্ষিকা লিপি আক্তার (৩২) সহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
ওই মামলায় শিক্ষিকা লিপি আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এব্যাপারে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টে্রট আদালতে যেহেতু ফৌজদারি অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।
ওই মামলার শিক্ষিকা লিপি আক্তার আসামি থাকায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত করে আদেশ আমাদের অফিসে পাঠিয়েছেন। ওই আদেশ আমরা ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর করেছি।
পশ্চিম হাচনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. নিলা বেগম বলেন, এই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপি আক্তারকে ঊর্ধ্বতন কর্মকর্তা জালিয়াতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছেন। আমি কার্যকর না করে পারি না। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ওই আদেশ কার্যকর করেছি।