পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যজীবী নারীদের নিয়ে ‘প্রকল্পের দ্বিবার্ষিক এবং হস্তান্তর সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে অক্সফাম বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এ সভার আয়োজন করে।
অক্সফাম ও ইউরোপীয় ইউনিয়নের ফিশার ওমেন্স এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট (ডব্লিউইইডি) প্রজেক্টের অর্থায়নে উপজেলার লালুয়া, বালিয়াতলী ও লতাচাপলী ইউনিয়নে মৎস্যজীবী নারীদের জন্য বেসরকারি সংস্থা এনএসএস এ প্রকল্প বাস্তবায়ন করছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবীর,
গবেষক ও সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের সহযোগী প্রতিষ্ঠান ইকোফিশ-২ অ্যাক্টিভিটির পটুয়াখালী জেলার সহযোগী প্রতিষ্ঠান সাগরিকা স্মৃতি, লালুয়া ইউনিয়নের মৎস্যজীবী নারী রিতা আক্তার, বালিয়াতলী ইউনিয়নের মৎস্যজীবী নারী রেহেনা বেগম,
এনএসএসের বালিয়াতলী ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্য শামসুল আলম। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসএসের প্রকল্প ব্যবস্থাপক কাজী আলিয়া মান্নান। অনুষ্ঠানের শুরুতে মৎস্যজীবী নারী প্রকল্পের পরিচিতি উপস্থাপন করেন বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদের (এনএসএস) কর্মসূচি পরিচালক মো. শহীদুল ইসলাম।