আগৈলঝাড়ায় বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
মামলায় গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান,
মাদক কেনাবেঁচার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গৈলা রথখোলা বাসস্ট্যান্ড বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের সোবাহান আকনের ছেলে মাদক ব্যবসায়ী রুমান আকন (৩৪) ও দক্ষিণ শিহিপাশা গ্রামের মৃত জাহাঙ্গির হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম কালুকে (৩৫) ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এঘটনায় বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মনির জানান,
আগৈলঝাড়া থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রুমান আকন ও জহিরুল ইসলাম কালুকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।