More

    আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীসহ তিনজন গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী হাবিবুল্লাহ ওরফে হাবিব মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামী হাবিবুল্লাহ ওরফে হাবিব মোল্লাকে (৫৫) বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। হাবিবের বিরুদ্ধে পাশ^র্বর্তী বাড়ির সপ্তম শ্রেণি পড়–য়া ছাত্রীকে গত ১ ফেব্রুয়ারী রাতে ঘরে একা পেয়ে ওই ছাত্রীর একটি অশ্লীল ভিডিও অন্য একজনের কাছে আছে বলে তা দেখানোর কথা বলে বাগানে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

    ধর্ষণের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষক হাবিবুল্লাহ ওরফে হাবিব মোল্লা (৫৫) এবং অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ২০১২ সালের পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেছিলেন।

    গ্রেপ্তারকৃত হাবিব পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। এদিকে একই রাতে উপজেলার চেঙ্গুটিয়া গ্রাম থেকে সিআর ১৩/৫৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুন্দর আলী খানের ছেলে জলিল খানকে এসআই আবু ইউসুফ এবং যবসেন গ্রামের হাসানাত সরদারের স্ত্রী রুমা বেগমকে এসআই শফিউদ্দিন অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‎চরফ্যাশনে নারীর জীবন ঝুঁকিতে, মামলা দায়ের ‎

    চরফ্যাশন প্রতিবেদক:  ‎ভোলার চরফ্যাশনে ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আমিন মিয়া নামে...