পবিত্র মাহে রমজানে মসজিদের সংস্কার উন্নয়ন সাধনের জন্য মুসল্লীদের প্রশংসায় ভাসছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
জানাগেছে ৯০ দশকের শেষ দিকে উজিরপুর উপজেলা পরিষদের প্রধান জামে মসজিদটি নির্মাণ করা হলেও দীর্ঘ বছরগুলোতে আশানুরূপ তেমন কোন উন্নয়ন ঘটেনি, ফলে মসজিদের পলেস্তারা খসে পরে দেয়াল মেঝে, ফ্যান লাইট বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার অনুপযোগী হয়ে পরে এতে মসজিদের নিয়মিত মুসল্লীদের নামাজ আদায়ে বেগ পেতে হতো।
এরই ধারাবাহিকতায় উজিরপুর উপজেলায় কয়েক মাস পূর্বে যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন যোগদান করেই উপজেলা পরিষদের প্রধান মসজিদ সংস্কার করার উদ্যোগ গ্রহণ করে মসজিদের ভেতর বাহিরে মেঝেতে দৃষ্টিনন্দন টাইলস বসানো,ফ্যান, লাইট, পরিবর্তন করে দরজা জানালায় গ্লাস লাগিয়ে আগের চেয়ে উন্নত করা হয়।
সংস্কার কাজ চলার জন্য কিছু দিন মসজিদের কার্যক্রম অন্যত্র পরিচালিত হতো আজ চতুর্থ রমজানের শুক্রবার জুমার নামাজে আগত মুসল্লীরা ঝকঝকে দৃষ্টিনন্দন মসজিদ দেখে উজিরপুর নির্বাহী কর্মকর্তার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করে দোয়া করেন।
উল্লেখ্য ৩৪তম বিসিএস কর্মকর্তা উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন পূর্বে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলা পরিষদের সংস্কার সাধন করেন তিনি অত্যন্ত ধার্মিক সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ।