More

    পিরোজপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পিরোজপুরের নেছারাবাদে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে ধর্ষণের অভিযোগে মো. মফিজুল ইসলাম শেখ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    শনিবার (১৬ মার্চ) র‌্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

    গ্রেফতার মফিজুল শেখ জেলার ইন্দুরকানী উপজেলার বরইখালী গ্রামের মো. হায়দার শেখের ছেলে।

    র‌্যাব-৮ জানান, অপহরণ ও জোর করে ধর্ষণের অভিযোগে পলাতক মফিজুল শেখকে র‌্যাব-৬ এর সহযোগিতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনিবার (১৬ মার্চ) ভোরে খুলনা জেলার সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ভুক্তভোগীর মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।

    মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রী স্কুল শেষে নিজ যাওয়ার পথে উপজেলার সমুদয়কাঠী এলাকার পাকা রাস্তার ওপর থেকে মফিজুল ও তার কয়েক সহযোগীর সহায়তায় মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যায়। পরে নেছারাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করেন।

    এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় প্রধান অভিযুক্ত মফিজুল ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল

    অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক...