More

    আগৈলঝাড়ায় বেসরকারি হাসপাতালের ভুল রিপোর্টের কারণে হয়রানির শিকার রোগী। লিখিত অভিযোগে দায়ের

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি দুঃস্থ মানবতার হাসপাতালের ডাক্তারের ভুল রিপোর্টের কারণে রোগীর অর্থনৈতিক ক্ষতিসহ হয়রানির শিকার হয়েছে। ওই রোগীকে অন্যত্র পরীক্ষা করালে কোন সমস্যা ধরা না পরায় রোগী দুঃস্থ মানবতার হাসপাতালের ভুল রিপোর্টের প্রতিবাদ করায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রোগীর সাথে দুর্ব্যবহার করে।

    ওই ডাক্তারের দেওয়া ঔষধ সেবন করলে রোগীর অবস্থা আরো খারাপ হতো বলে জানান উপজেলা সরকারি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন। এঘটনায় রোগী সিয়াম উপজেলা হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগ ও ভুক্তভোগী রোগী জানান, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মানিক সরদারের ছেলে সিয়াম সর্দার (২৫) পেটে ব্যথা ও শ্বাস কষ্ট নিয়ে ১৩ মার্চ রাতে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কের পাশে বেসরকারি আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

    এসময় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নেয়ামত উল্লা সবীজ রোগী দেখে তাকে ইসিজি করতে বলেন। ইসিজি করার পূর্বেই ওই রোগীর জটিল রোগ হয়েছে বলে জানান ডা. নেয়ামত উল্লা সবীজ। পরে ইসিজি রির্পোট দেখে ডা. নেয়ামত উল্লা সবীজ বলেন তার হার্টের সমস্যা দেখা দিয়েছে। তাৎক্ষণিক সেবনের জন্য সে কয়েকটি হার্টের ঔষধ লিখে দেন।

    রোগী উপজেলা সদরের একাধিক ঔষধের দোকান থেকে ঔষধ কিনতে গেলে তাকে দোকানিরা ওই ঔষধ খেতে নিষেধ করেন। ওই ঔষধ সেবন করলে রোগীর অবস্থা আরো খারাপ হতে পারে বলে জানান ঔষধ বিক্রেতারা।

    পরে দুঃস্থ মানবতার হাসপাতালের চিকিৎসক ডা. নেয়ামত উল্লা সবীজ গভীর রাতে দ্রুত তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। পরে রোগী সিয়াম সর্দার বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে সেখানে ইসিজিতে হার্টের কোন রোগ ধরা পরেনি।

    পরেরদিন ১৪ মার্চ পুনরায় তারা আগৈলঝাড়া উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনকে দেখালে, তিনিও পরীক্ষা—নিরীক্ষা করে বলেন সিয়ামের হার্টের কোন রোগ নেই। এতে রোগী ও তার পরিবার অনেক হয়রানিসহ অর্থ ব্যয় হয়েছে।

    রোগী সিয়ামের বড় ভাই সজীব সর্দার বলেন, আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালে ডাক্তারের ভুল রিপোর্টের কারণে আমার ভাইকে নিয়ে বরিশাল শেবাচিম ও গৈলা হাসপাতালে পরীক্ষা—নিরীক্ষা সঠিক রিপোর্ট পেতে অর্থ ব্যয়সহ হয়রানির শিকার হয়েছি। আমরা এই ঘটনার বিচার দাবি করছি।

    এব্যাপারে আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের ডা. নেয়ামত উল্লা সজীব বলেন, রোগী যখন অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন, তখন তার এই সমস্যা ছিল। পরবর্তীতে তার সমস্যা কমে যায়। রোগী বরিশাল যেতে চাইলে আমরা বরিশাল রেফার করে দিয়েছি।

    এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন সিয়ামের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তার হার্টের কোন রোগ নেই। আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালে যে পরীক্ষা করা হয়েছিল তাদের রিপোর্টে ভুল ছিল। অভিযোগটি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‎চরফ্যাশনে নারীর জীবন ঝুঁকিতে, মামলা দায়ের ‎

    চরফ্যাশন প্রতিবেদক:  ‎ভোলার চরফ্যাশনে ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আমিন মিয়া নামে...