More

    উজিরপুরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধারে দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মাটি কাটা বাধা দিলে জমির মালিকের পায়ের আঙুল ভেঙ্গে দেয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

    এ সময় হামলার প্রতিবাদ করলে গুরুতর আহত হন তার স্ত্রী। আহত দের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনার উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

    স্থানীয়, ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৮মার্চ সোমবার সকাল ৯ টায় উত্তর ধামুরা গ্রামের সালাম সরকারের পুত্র আরিফ সর্দার (২০) , সবজে আলী সর্দার পুত্র সালাম সর্দার(৪৫) ও তার ভাই কালাম সরকার (৪০) এ নেতৃত্বে মৃত আফছের আলী সরদারের পুত্র পিকআপ চালক গোলাম মোস্তফার(৫০) শেচকৃত পুকুর থেকে জোরপূর্বক মাটি কাটতে শুরু করে এতে গোলাম মোস্তফা বাধা প্রদান করলে প্রতিপক্ষের বখাটে আরিফ এর নেতৃত্বে,

    আব্দুস সালাম সর্দার কালাম সর্দার সহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালিয়ে পিকআপ চালাকের পায়ের আঙুল ভেঙে দেয়।এ সময় হামলা থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হন নাসিমা আক্তার বেবি (৩৫) । এ বিষয়ে অভিযুক্ত সালাম সর্দার জানান, আমি আমার জায়গায় মাটিকাটা শুরু করি,

    গোলাম মোস্তফা এসে আমার মাটিকাটায় বাধা দিয়ে আমাকে এবং আমার ছেলেকে মারধর করে এ সময় সে পড়েগিয়ে তার পায়ের আঙুল ভেঙেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানা, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে মেয়ের পরকীয়া ধরে ফেলায় জামাতাকে ডেকে নিয়ে হত্যা!

    বরিশালের বাবুগঞ্জে মেয়ের পরকীয়ায় ধরে ফেলায় জামাতাকে দাওয়াত করে ডেকে এনে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে।...