উজিরপুরে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ১৯ মার্চ বিকেল ৩টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চুর সভাপতিত্বে,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল ০২ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারী,
উজিরপুর স্বাস্থ্য কর্মকর্তা শওকত হোসেন,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তৌহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজি ইসরাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন।
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এসময় প্রধান অতিথি রাশেদ খান মেনন এমপি বাল্য বিবাহ, ইফটিজিং, কিশোর গ্যাং রোধ চুরি ছিনতাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ঝরে পরা রোধ করে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে শিক্ষা কর্মকর্তাদের আহ্বান জানান। এছাড়াও সুন্দর ভাবে উজিরপুর সাজাতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে উজিরপুরে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন।