উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে পূর্ব শত্রুতার জেরে মাছের ঘেরে কীটনাশক প্রয়োগ করে মাছ নিধন ও মুরগির ফার্মে লুটপাট চালিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ২০ মার্চ রাত ৩.৩০ ঘটিকায় উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলায়।
ভুক্তভোগী সূত্রে জানাগেছে পশ্চিম সাতলা নিবাসী মৃত আসমত আলী হাওলাদারের পুত্র গোলাম কিবরিয়া (৪০) প্রায় ১৬ বিঘা জমিতে ঘের কেটে বানিজ্যিক ভাবে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের চাষ ও মুরগি এবং ডিম উৎপাদন করে আসছে।
কিন্তু পশ্চিম সাতলা এলাকায় বেশ কিছুদিন যাবৎ মাছের ঘের দখলকে কেন্দ্র করে কিবরিয়ার সাথে অন্য একটি গ্রুপের মাঝে বিরোধ চলে আসছে এই সুযোগে কিবরিয়ার প্রতিপক্ষ ইদ্রিস বালী, রুবেল বালী, ইসহাক বালী সহ ১০/১৫ জনের একটি দল ঘেরের মাছ নিধন ও হামলা চালিয়ে লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে জানিয়েছে ঘের তত্ত্বাবধায়ক নুরুজ্জামান।
এ বিষয়ে কিবরিয়ার মাছের ঘেরের কর্মচারী আসাদুল বলেন গভীর রাতে ঘেরের আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে বাইরে বের হলে দ আমাকে ধাওয়া দেয় প্রান ভয়ে লুকিয়ে পরলে তারা তাণ্ডব চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এবিষয়ে অভিযুক্ত ইদ্রিস বালী বিষয়টি ভিত্তিহীন বলে দাবী করে বলেন বিরোধের বিষয়ে জানতে হলে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খায়রুজ্জামান লিটন ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক ফারাহিন বালীর কাছে যাবার পরামর্শ দেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ বলেন ঘটনার খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে তবে কোন অভিযোগ রুজু হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।